― লিপি কাজী
আমি ওই যায় আসেনা মেয়েটাকে খুঁজছি
যে পেটের দায়ে শরীরের মাংস বিক্রি না করে
দিনে কলেজে পড়ে,
আর রাতে কারো বাড়ির বাসন পরিস্কার করে অথবা
বাজার ঝাড়ু দিয়ে আখের ছোবড়া কুড়ায়।
আমি ওই যায় আসেনা ছেলেটাকে খুঁজছি
যে দিনে ভার্সিটিতে পরে
আর রাতে, কোন সি এন জি, অথবা রিক্সা চালায়।
আমাদের রঙিন জামার মুখোশের আড়ালে কেবল, কেবল যায় আর যায়!
সাহেবী কেতায় অস্থির মিথ্যে প্রতিযোগিতা, রাংতা মোড়ানো মুখোশ!
সবুজ ঘাসে স্বাস নিয়ে ফড়িং অথবা প্রজাপতি ছোঁয়া সকালের মত মামুষগুলো, কেমন করে যেন সব একুরিয়ামের মাছ হয়ে গেল!
কেমন করে যেন গোল্ড ফিসের মত স্মৃতি ভ্রষ্ট, অচেনা হয়ে গেল;
সবার কেবল মিথ্যে ইঁদুর দৌড়!
আমারই কি কেবল পায়ে ও মনে
খুনের আসামীর মত যায়না নামক ডান্ডা বেরী?
আমার তাতেও কিছছু যায় আসেনা।
আমি এখনো ওদের খুঁজছি যাদের ও কিছছুতে কিছছু যায় আসেনা।