শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা পুলিশ ৯নং সেনগাঁও ইউনিয়নে দস্তমপুর গ্রাম থেকে এক মাদক কারবারী কে গ্রেফতার করেছে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা সহ মাদক কারবারীর একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। জানা গেছে, ওই গ্রামের হাসিমুল ইসলাম (৪০) দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন প্রকার মাদক বিক্রি করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা সেকেন্ট অফিসার এস.আই আব্দুল হালিম, এএসআই সফিক, বেলাল হোসেন, অশোক সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা সহ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ওই দিন রাতে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।