Type Here to Get Search Results !

পীরগঞ্জে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : নির্বাচনের তপশীল ঘোষনার পর বিএনপি, জামায়াত জোটের নৈরাজ্য, আগুন সন্ত্রাস, সরকারের বিরুদ্ধে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ শান্তি সমাবেশ সহ প্রতিবাদ সভা করেন।
উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা কঠোর হুশিয়ারী দিয়ে বলেন বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশে অগ্নি সন্ত্রাস ও বে-আইনী অবরোধ দ্রুত বন্ধ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহষ্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ শহরের পশ্চিম চৌরাস্তায় এ শান্তি সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে বক্তব্য দেন, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, ব্যাংকার মোঃ শাহাজাহান, আব্দুল হাকিম প্রধান, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ারা হক বুলবুল, প্রভাষক আইভী রহমান, ছাত্রলীগ সরকারি কলেজ শাখার সভাপতি রাজিউর রহমান ও অন্যান্যরা।
বক্তারা চলমান অবরোধ কর্মসূচীর তীব্র নিন্দা জানিয়ে এসব কর্মসূচী থেকে বিরত থাকার জন্য বিরোধী দলের প্রতি আহবান জানান।
বিভাগ