ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার সাদুল্লাপুরে প্রতিবেশী দুলা মিয়ার কবর দিয়ে বাড়ীতে ফেরেন খোকন মিয়া। বাড়ি ফিরে দেখেন সালমান মিয়া (২) নামের তার ছেলে পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, প্রতিবেশী দুলা মিয়া নামের এক মৃতব্যক্তির জানাজা-দাফনে গিয়েছিলেন খোকন মিয়া।
এরই মধ্যে তার ছেলে সালমান মিয়া সবার অজান্তে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে সালমানকে ভাসতে দেখা যায়।
শিশুটিকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু।