শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : “স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ—২০২৩” এ ৬৪ জেলার মধ্যে ঠাকুরগাঁও জেলা “সেরা পাঁচ” এ স্থান করে নেওয়ায় জেলা প্রশাসক কে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয়।
সকাল ১১টায় পীরগঞ্জ উপজেলা প্রশাসন ইউএনও’র কার্যালয়ে এর আয়োজন করেন।
ঠাকুরগাঁও জেলার প্রশাসক (ডিসি) মাহাবুবুর রহমান কে তার এ কৃতিত্ব ও অসাধারণ সাফল্যের জন্যে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
ওই সময় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউ’পি চেয়ারম্যান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।