আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসন থেকে আবারও নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার।
তিনবার নৌকার প্রার্থী হলেন তিনি।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
এই তালিকায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সংসদীয় আসন সংখ্যা নীলফামারী-১ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকারকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল বের করেন আ.লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।