ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদনের লক্ষ্যে দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিরামপুরে ১৪ জন কৃষকের মাঝে ভার্মি কম্পোস্ট তৈরীর উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যলয়ের সামনে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী তৈরির উপকরণ সমূহ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ। তিনি বলেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় দিনাজপুর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিরামপুর উপজেলার ১৪ জন কৃষককে এসমস্ত উপকরণ দেওয়া হয়।
প্রতিজন কৃষককে ৬ টি টিন,৫ টি সিমেন্টের পিলার,৪ টি রিং,১ বস্তা সিমেন্ট ও ২ টি করে চটের বস্তা দেওয়া হয়।
পরবর্তীতে তাদের কেঁচো সরবরাহ করা হবে। এই জৈব সার ব্যাবহারের মাধ্যমে কীটনাশক মুক্ত শাকসবজি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি জানিয়েছেন।