শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বিএনপি, জামায়াত জোটের নৈরাজ্য, আগুন সন্ত্রাস, সরকারের বিরুদ্ধে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ শান্তি সমাবেশ করা সহ প্রতিবাদ করেন।
উপজেলা আওয়ামীলীগের নেতা কমীর্রা কঠোর হুশিয়ারী দিয়ে বলেন বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকমীর্রা দেশে অগ্নি সন্ত্রাস ও বে—আইনী অবরোধ দ্রুত বন্ধ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ শহরের পূর্ব চৌরাস্তায় এ শান্তি সমাবেশের আয়োজন করেন। বক্তব্য দেন, আওয়ামীলীগ সহ—সভাপতি শামীমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, মোঃ শাহাজাহান, হাকিম প্রধান, মহিলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ারা হক বুলবুল, আইভী রহমান, ছাত্রলীগ সরকারি কলেজ শাখার সভাপতি রাজিউর রহমান ও অন্যান্যরা।