Type Here to Get Search Results !

টিম বালাপাড়া রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাব্বি হাসান, চিলাহাটি ওয়েব : "মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেচ্ছাসেবী রক্তদান সংগঠন টিম বালাপাড়ার ২য় বর্ষপূর্তি এবং ৩য় বর্ষে পর্দাপন উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বালাপাড়া বাজারে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিম বালাপাড়ার উপদেষ্টা কমিটির লিয়াকত আলী খোকন, জহিদুল হক মিলন, লিয়াকত আলী লিটন, ফেরদৌস আল-ফরিদ নাঈম, প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন আলী, চিলাহাটি ইউনিয়ন ইউপি সদস্য বক্তিয়ার রহমান, অনলাইন নিউজ পোর্টাল চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া। উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন টিম বালাপাড়ার সাধারণ সম্পাদক রাব্বি হাসান।
টিম বালাপাড়ার সাধারণ সম্পাদক রাব্বি হাসান জানান- ২০২১ সালে প্রতিষ্ঠিত এই সেচ্ছাসেবী রক্তদান সংগঠনটি গত ২ বছরে প্রায় ১২০০ জন ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয়, ৩০০ জন ডোনেট সংগ্রহ করতে পেরেছে।
বিভাগ