Type Here to Get Search Results !

বৃক্ষ শিশু রিপনের মানবেতর জীবন

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের কেউটগাঁও গ্রামে টাকার অভাবে বৃক্ষ শিশু রিপনের চিকিৎসা বন্ধ হয়ে গেছে।
ভ্যানচালক গরীব পিতা চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় শিশু রিপন মানবেতর জীবনযাপন করছে। ওই গ্রামের মহেন্দ্র নাথ রায়ের একমাত্র ছেলে রিপন এর দুই হাত ও পায়ে শিকড়ের মত গজিয়ে উঠায় দুই হাত পা অকেজো হয়ে যন্ত্রনায় ছটফট করছে।
৪ বছর আগে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ৩টি অপারেশন করা হয়। বিভিন্ন লোকের কাছ থেকে পাওয়া আর্থিক সহায়তায় অপারেশন করার পর কিছুটা সুস্থ হয়ে উঠে রিপন। বর্তমানে তার শরীরে পুনরায় হাত ও পায়ে শিকড়ের মত গজিয়ে উঠেছে। এই কারণে শিশুটি এলাকায় বৃক্ষ শিশু নামে পরিচিত।
বর্তমানে টাকার অভাবে তার দরিদ্র পরিবার তার চিকিৎসা করতে পারছে না। তিনি দেশের বিত্তবানদের কাছে চিকিৎসার জন্যে আর্থিক সহায়তা কামনা করেছেন।
শিশুটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান বলে বৃহস্পতিবার এই প্রতিনিধির কাছে তার মনের কথা
বিভাগ