Type Here to Get Search Results !

তিস্তার পানি বিপদসীমার উপরে- নিম্নাঞ্চল প্লাবিত

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) থেকে : নীলফামারীর ডিমলায় ভারি বৃষ্টি ও উজানের সিকিমের একটি বাঁধ ভেঙ্গে পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে উপজেলার বিভিন্ন এলাকায়। পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকা উপজেলার খগা খড়িবাড়ী, খালিশা চাপানী, টেপা খড়িবাড়ী, ঝুনাগাছ চাপানী, পূর্ব ছাতনাই ইউনিয়ন সহ বেশকিছু এলাকায়। নদীর আশপাশের পরিবারগুলো পানি বন্দি সহ কৃষিক্ষেত তলিয়ে রয়েছে পানির নিচে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বুধবার (৪ অক্টোবর) সকাল থেকে পানি বৃদ্ধি পাওয়ায় বিকেল ৩টায় ৫২.২০ সে.মি। যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে পানি প্রবাহিত হচ্ছে। পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারনা করছে ডালিয়া পাউবো। পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪ টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধি পাওয়ায় সেখানকার মানুষ গরু ছাগল হাঁস মুরগি নিয়ে নিরাপদ জায়গায় সরে যাচ্ছে।
ফলে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বলেন, তিস্তা নদীর পানি মঙ্গলবার (৩ অক্টোবর) রাত থেকে বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের ৪৪ টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। তিস্তাপাড়ের মানুষকে সর্তক করার পাশাপাশি সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুুত আছি বলে তিনি জানান।
এদিকে পানিবন্দি মানুষের খোঁজখবর নিচ্ছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই-আলম সিদ্দিকী, অপর দিকে কৃষি জমি তলিয়ে যাওয়ায় ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী মাঠ পর্যায়ে তিস্তা নদী এলাকায় কৃষকের খোঁজ খবর নিতে তিস্তা এলাকায় অবস্থান করছেন ।
বিভাগ