Type Here to Get Search Results !

বিরামপুরে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ইং,সিজন -১ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় বিরামপুর আনসার মাঠের সাবেক খেলোয়াড় বৃন্দের আয়োজনে বিরামপুর পৌরসভা চত্বরে বিশিষ্ট ধারা ভাষ্যকার আসাদুজ্জামান আসাদ ও সামসুল আলম এর সঞ্চালনায় বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি আঃ রাজ্জাকের সভাপতিত্বে বিরামপুরে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২৩ খেলোয়াড় নিলামের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেসবাউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়দুল মিনহাজ,২ নং ওয়ার্ডের কাউন্সিলর , দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ টি টিমের টিম মালিকগণ।
থ্রী স্টার ফাইটারস্ টিমের টিম মালিক মোঃ সনেট , তানিম স্যানেটারী সুপার কিংস্ টিমের টিম মালিক এম আই তানিম, কিংস্ ইলেভেন ইসলামপাড়া টিমের টিম মালিক মোঃ কাদিরুজ্জামান প্রিন্স, বিরামপুর পিএইচএস ৯৩ টিমের টিম মালিক মোঃ আঃ রাজ্জাক,টুর মোরল্যান্ড টিমের টিম মালিক মোঃ রফিকুল ইসলাম,এন পলি টিমের টিম মালিক মোঃ লাইজু। আনন্দ উৎসব মুখর পরিবেশে এই প্রথম বিরামপুর উপজেলায় ঐতিহ্যবাহী আনসার মাঠের সাবেক খেলোয়াড়দের আয়োজনে বিপিএল এর নিয়ম অনুযায়ী খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। প্রত্যেক টিম মালিকগণ ১৫ হাজার করে পয়েন্ট পাবেন। নিলাম প্রক্রিয়ায় এ ক্যাটাগরির খেলোয়াড়দের নিলাম পয়েন্ট ৬ শত থেকে শুরু এবং বি ক্যাটাগরী খেলোয়াড়দের নিলাম ৪ শত পয়েন্ট থেকে সর্বোচ্চ পয়েন্টে খেলোয়াড়দের তাদের টিমে অন্তর্ভুক্ত করতে পারবেন। বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে প্রায় শতাধিক খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্য থেকে ৬ টি টিম তাদের পছন্দমত খেলোয়াড়দের নিলামের মাধ্যমে তাদের টিমে অন্তর্ভুক্ত করেন।