গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে চিলাহাটিতে ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভকারীরা। ছবি : রিমন কবির |
আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চিলাহাটিবাসী।
আজ রবিবার সন্ধ্যায় নীলফামারী জেলার চিলাহাটিতে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানানো হয়।
বক্তব্য রাখেন- আদনান প্রামাণিক, সিয়াম জুলফিকার। অনুষ্ঠানটির সমাপ্তি বক্তব্য রাখেন- সাজ্জাদ চৌধুরী।