ভূতের ক্রিকেট বিশ্বকাপ
|| শেখ
সোহেল
রেজা ||
আজ থেকে শুরু হলো
ভূতের
ক্রিকেট বিশ্বকাপ,
কেমন
করে
খেলছে
ভূত
ওরে
বাবরে
বাপ।
হাজার
ভূত
বসে
আছে
দেখো
গ্যালারীতে,
হামদু
ভূতে
ছক্কা
মেরে
গেলো
ভাইরে
জিতে।
ভূতের
রাজা
জোর
করে
হাতে
নিলো
কাপ,
হাজার
বছর
ঘুরে
এলো
ভূতের
ক্রিকেট বিশ্বকাপ।