শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : রবিবার সকাল থেকে দুপুর আড়াই টা পর্যন্ত পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০ টি ইউনিয়নের কোথাও বিএনপির ডাকা হরতাল পালিত হয়নি।
হরতালের পরিবর্তে পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা ও পূর্ব চৌরাস্তার মোড়ে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজিয়েছে।
ট্রেন, বাস, ট্রাক, পাগলু, সিএনজি সহ সকল প্রকার যানবাহন চলাচল করছে। এছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছে ব্যবসায়ীরা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির, সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত, থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সেখ সহ পুলিশ বাহিনী শহরের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে তদারকি করছেন। বিএনপি ও জামায়াতে ইসলামের কোন নেতা-কর্মীদের শহরে দেখা যায়নি।