Type Here to Get Search Results !

বিরামপুরে ঢিলেঢালাভাবে চলছে হরতাল : নাশকতার মামলায় আটক-১৫

ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশ‌ ব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে ।
রোববার (২৯ অক্টোবর) সকাল ৭টা থেকে ১২ টা পর্যন্ত দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে হরতালের পক্ষে-বিপক্ষে কোনো পিকেটিং বা সভা-সমাবেশ লক্ষ্য করা যায়নি।
দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। ব্যক্তিগত যানবাহন চলাচলও ছিল খুবই কম। তবে লোকাল বাস চলাচল করতে দেখা গেছে।
বিরামপুরের ব্যস্ততম ঢাকা মোড় এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। মহাসড়ক জুড়ে ব্যাটারিচালিত অটোরিকশা,ভ্যান এবং সিএনজি চলাচল করতে দেখা গেছে। লোকাল বাস চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। 
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন , হরতালকে সামনে রেখে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে হরতালের আগের দিন শনিবার রাত ৯ টার দিকে নাশকতার সন্দেহে ১৫ জনকে আটক করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীরা হলেন দিনাজপুর জেলার বিরামপুর থানার টাটকপুর গ্রামের মৃত ফালু মোল্লার ছেলে মোঃ দেলোয়ার হোসেন মোল্লা (৫৬), ইসলামপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে আসলাম হোসেন (৫০), বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বকুলতলা মোড়ের মৃত মহাতাব উদ্দিন এর ছেলে রশিদুল ইসলাম (৫০), জগন্নাথপুর সাহেবপাড়ার আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ছেলে নুরজামান ওরফে সুমন মন্ডল (৪৫), হোসেনপুর আদর্শ স্কুল মোড় এর আসিমুদ্দিন চৌধুরীর ছেলে মোঃ মোতাহার হোসেন (৫০), মুকুন্দপুর ইউনিয়নের মৃত খারিজ উদ্দিনের ছেলে মোঃ কামরুজ্জামান বেলাল (৫৫), মুকুন্দপুর ইউনিয়নের বাদমুখা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মাজহারুল ইসলাম (৩৩), পূর্ব জগন্নাথপুর নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহমান সরকারের ছেলে মুস্তাফিজুর রহমান ওরফে নয়ন (৪০), শান্তিনগর চকপাড়া গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে মোহাম্মদ সানোয়ার হোসেন (৪৫), মুকুন্দপুর ইউনিয়নের হরে কৃষ্ণপুর আরা পাড়া গ্রামের মৃত হেছাব উদ্দিনের ছেলে শামসুদ্দিন মন্ডল(৫৫), বিরামপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের শিমুলতলী গড়ের পাড় এলাকার মৃত আছাল উদ্দিনের ছেলে আরিফুর রহমান (৪২), মুকুন্দপুর ইউনিয়নের হরে কৃষ্ণপুর আরা পাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে মোঃ মতিন (৩৬), এছাড়াও হাকিমপুর থানার চন্ডিপুর এলাকার মৃত সাজিল উদ্দিন মন্ডল এর ছেলে মোঃ মহাসিন আলী মন্ডল (৫০), রায়ভাগ গ্রামের মৃত ওকিল উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৪৭), মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত ইফতেখার আলী বাবুর ছেলে মোঃ চঞ্চল (২৯)কে আটক করে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার।
বিভাগ