আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র চত্তরে অগ্নি নির্বাপণ মহড়া পরিচালনা করেন চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নূরে আলম। ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান।
এস আই মনিরুল ইসলাম,নয়ন ইসলাম, এএসআই বাবুল, সমূহ রায়, হারুন, মুহিত। এছাড়াও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র ও চিলাহাটি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।