আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির কৈমারী ব্রীজের উপর থেকে এক আহত ব্যাক্তিকে উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
আজ বৃহস্পতিবার রাত সারে বারোটায় নীলফামারী জেলার চিলাহাটির বসুনীয়া পড়া সংলগ্ন কৈমারী ব্রীজের উপর হাত-পা ও মুখ স্কচ টেপ দিয়ে পেঁচানো ব্যাক্তিকে দেখতে পায় এলাকাবাসী।
তাৎক্ষণিক রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এর চিলাহাটি ইউনিটে খবর দিলে আরএনবি এর সদস্যরা ঘটনাস্থল থেকে আহত ওই ব্যক্তিকে চিলাহাটি হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই খালিদ ফিরোজ নয়ন। তিনি এবং আরএনবি এর সদস্যরা সেই ব্যক্তিটিকে তার বাড়িতে পৌঁছে দেন।
ব্যাক্তিটির নাম ঝুনু, বাড়ী বউ বাজার বলে সে জানা যায়। এই কাজের জন্য চিলাহাটি পুলিশ এবং চিলাহাটি আরএনবি বিভিন্ন মহলে প্রশংসনীয় হয়।