Type Here to Get Search Results !

চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে- শনিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বিকালে চিলাহাটিতে পৌঁছায়। এরপর সেই ট্রেনটিকে পিছনের দিক থেকে ওয়াসফিটে নিয়ে যাওয়ার সময় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ওয়াসফিট পার হতে গিয়ে কোমর থেকে পা পর্যন্ত থেতলে যায়।
খবর পেয়েই চিলাহাটি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
চিলাহাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লিডার নুরে আলম সিদ্দিকী চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- খবর পেয়ে আমি এবং আমার কর্মীরা সেই আহত ব্যক্তিকে উদ্ধার করে বোড়াগাড়ি মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসার ১০ মিনিট পরেই সেই ব্যক্তি মারা যান।
সৈয়দপুর জিআরপি থানার এএসআই আনিসুর রহমান জানান- অজ্ঞাত ওই ব্যক্তিটির কোন নাম পরিচয় পাওয়া যায়নি।