Type Here to Get Search Results !

বিরামপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে সারা দেশের ন্যায় সাপ্তাহিক ছুটির দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে "নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিকের অধিকার নিশ্চিত করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিরামপুরে রেলী ও আলোচনা সভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে বিরামপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে একটি রেলী উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
রেলী শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা।এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন,উপজেলা মৎস কর্মকর্তা কাওসার হোসেন, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান,জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মন্ডল, বিরামপুর পৌরসভার সাহেদুর রহমান ও জীবনসহ অনেকে। এসময় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য এবং নির্ভূল জন্ম ও মৃত্যুর সনদপত্রের তথ্য সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
বিভাগ