শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়নের পাড়িয়া গ্রামে পারিবারিক কোলহের জের ধরে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
ওই গ্রামের ধরমু রাম এর পুত্র ছনু রাম (৪৫) পারিবারিক কোলহের জের ধরে শুক্রবার রাতে নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে, পারিবারিক সূত্রে জানা গেছে।
শনিবার তার মরদেহ ময়না তদন্তের জন্যে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে বলে, থানা সূত্রে জানা গেছে।