Type Here to Get Search Results !

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্বামী আমিনুল ইসলাম লিটনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার গভীর রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ আমিনুল ইসলাম লিটন ওই গ্রামের আলহাজ্ব মজির উদ্দিন প্রামাণিকের ছেলে। আমিনুল ইসলাম লিটনের প্রথম স্ত্রী আকলিমা বেগম ওই ইউনিয়নের সোনারায় গ্রামের ভোলা মিয়ার মেয়ে। স্থানীয়রা জানায়, ৭ বছর আগে আকলিমা বেগমের সঙ্গে বিয়ে হয় মো. আমিনুল ইসলাম লিটনের।
তাদের সংসারে এক ছেলে ও এক মেয়েও আছে। গত দুই মাস থেকে শিমু বেগম নামে আরেক মেয়ের সাথে নতুন করে সম্পর্ক হয় আমিনুল ইসলাম লিটনের। সর্বশেষ শনিবার রাতে শিমুকে বিয়ে করে আমিনুল ইসলাম লিটন তাঁর বাড়িতে নিয়ে আসেন। এরপরের রাতে এ ঘটনা ঘটান প্রথম স্ত্রী আকলিমা বেগম।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ