ইব্রাহীম মিঞা,বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন মন্দিরে ত্রান কার্য (চাল) এর ডিও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারি ত্রান কার্য (চাল) ডিও বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা ত্রাণ কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, বিরামপুর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির কুমার,সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ড, বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী,খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান,বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু,নাড়ু গোপাল কুন্ডু, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতা প্রীতিময় পলাশ,বিরামপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খায়রুল আলম মুকুট, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ সহ অনেকে।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিরামপুর পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ৪২ টি মন্দিরে ৫০০ কেজি করে চাল এবং জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকের ব্যাক্তিগত তহবিল থেকে ৫ হাজার করে টাকা প্রদান করেন।