নাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি : সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে নওগাঁ জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আস্তানমোল্লা কলেজেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর সব বিভাগের ক্লাস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ ৮ এ অক্টোবর সকাল ১০ টায় আস্তানমোল্লা কলেজ এর হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা।পরবর্তীতে উক্ত কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে নতুন শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উক্ত কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শাহীনা আক্তার, ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক দিলরুবা লাকী, ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল মান্নান, মনোবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল হাকিম মন্ডল, ভূগোল বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক এস,এম, মোস্তাক আহমেদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে এবং মিষ্টি মুখ করে আস্তানমোল্লা কলেজে বরণ করে নেওয়া হয়। এ বছর আস্তানমোল্লা কলেজের সব ডিপার্টমেন্ট মিলে প্রায় সাতশোর বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন বলে তথ্য পাওয়া গিয়েছে।আজকে নবীন বরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবক হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন আস্তান মোল্লা কলেজ স্কাউট রোভার সদস্য বৃন্দ।