নাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের হলরুমে বাল্যবিয়ে প্রতিরোধে বৎসরিক সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি'র উদ্যোগে গতকাল বুধবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক সভাটির উদ্দেশ্য- বাল্যবিয়ে প্রতিরোধে মূল সমস্যা ও বাধাঁসমূহ নির্ণয়, বাল্যবিয়ে বন্ধে জনগণকে সচেতন করার গুরুত্বসমূহ চিহ্নিত এবং বাল্যবিয়ে বন্ধে জনগণ ও উপজেলার সাথে সমন্বয়ের মাধ্যমে নিজেদের করণীয় নির্ধারণ।
সভাটি পরিচালনা করেন কর্মসূচির জেলা ব্যবস্থাপক হুমায়ুন কবীর। সভায় নির্বাচিত জনপ্রতিনিধি, কাজী, ইমাম ও পুরোহিত অংশগ্রহণ করেন। সার্বিক সহযোগিতা করেন অফিসার (সেলপ) আফরোজা আইরিন।