শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার পূর্ব মল্লিকপুর গ্রামে স্বামীর সাথে কলহ বিবাদের জের ধরে অভিমান করে জুলি আক্তার (২৫) নামের এক গৃহবধু আতœহত্যা করেছে। বুধরাত রাতে পীরগঞ্জ থানা পুলিশ ওই গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বুধবার রাতে তার শয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার তার লাশ ময়না তদন্তের জন্যে ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।