Type Here to Get Search Results !

পঞ্চগড়ে টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন

লিহাজ উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজির বাজারে সকল প্রকার শাক সবজির আমদানি কম।ফলে ক্রেতাদের নাগালের বাইরে বিক্রি হচ্ছে সব ধরনের মৌসুমি সবজি। নিম্ন ও মধ্যবিত্তদের জন্য সবজির বাজার নাভিশ্বাসের জায়গা। ৪০ টাকা কেজির নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না। এর মধ্যে পেঁয়াজ ৬৫-৭৫ টাকা, কাঁচা মরিচ ২২০-২৪০ টাকা, আলু ৪০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি।
শনিবার (৭অক্টোবর) শহরের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র চোখ পড়েছে। বাজারের এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, গত কয়েকদিন আগে ঝড় ও ভারী বৃষ্টিতে সবজির গাছ মরে পঁচে যাচ্ছে, উৎপাদনও ব্যহত হচ্ছে। ফলে বাজারে আমদানি কম হওয়ায় সবজির দাম বেড়েছে। নতুন সবজির আমদানি বাড়লে দাম কমে আসবে বলে ধারণা তাদের।
শনিবার প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ থেকে দাম বেড়ে ২৪০ টাকা, রসুন ২৪০ টাকা, আদা ২৮০ টাকা,করলা ৬০ টাকা,ঢেঁড়স ৫০ টাকা,পটল ৫০ টাকা,মুলা ৬০ টাকা, চিচিংগা ৪০ টাকা, আলু ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা,কচু ৭০ টাকা, লাউ প্রতিটি ৫০টাকা, লালশাক ৪০ টাকা,পাট ও পুঁইশাক ৩৫-৪০ টাকা,বেগুন ৫০ টাকা,বরবটি ৬০টাকা, শশা ৫০ টাকায় বিক্রি হয়েছে।
পঞ্চগড় বাজারে আসা জালাসির বাসিন্দা আজিজার রহমান বলেন, বেশ কিছুদিন ধরে অতিরিক্ত দামে সবজি কিনে খাচ্ছি। এমন কোনো সবজি নেই বাজারে, যার দাম ৪০ টাকা কেজির নিচে। বাজার মনিটরিং করার জোর দাবি জানান তিনি। বাজার করতে আসা অটোভ্যান চালক সৈয়দ আলী বলেন, আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য সবজির দাম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন। আরেক ক্রেতা মশিউর রহমান বলেন, সবজির বাজারে গেলে দাম শুনে দিশেহারা হয়ে যাই। উপায় না পেয়ে পরিমাণের তুলনায় কম নিতে হয়।
পঞ্চগড় বাজারের খুচরা ব্যাবসায়ী মাহাবুব আলম ও রমজান আলী জানান, পাইকারি বাজার থেকে সবজি কেনার পর নানা ধরনের খরচ রয়েছে। সবমিলিয়ে যখন খুচরা দামে সবজি বিক্রি করছি, তখন দামটা বেড়ে যাচ্ছে। তারা আরও জানায়, চাহিদার তুলনায় মালের ঘাটতি। ঘাটতি পুরন হলেই দাম কমে আসবে পঞ্চগড় কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা জানান, কিছুদিন পরে হয়তো সবজির দাম একটু কমতে পারে। আলু,পেঁয়াজ,রসুন আদা, মরিচ এগুলো পঞ্চগড়ের বাইরে থেকে আনতে হয়। তাই সেটা নির্ভর করে সেখানকার দামের উপর। বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করতে হয়।
বিভাগ