Type Here to Get Search Results !

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌরসভার চাঁদপুর তেলের পাম্পের সামনে বাস ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার চাঁদপুর তেলের পাম্পের সামনে মহাসড়কের পূর্ব পার্শ্বে রাত ৮.৩০মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জহুরুল ইসলাম (৩৮) এবং সুজন (৩৭)নিহত হন । মৃত. জহুরুল ইসলাম ফুলবাড়ী থানার জয়নগর,উত্তর লক্ষীপুর গ্রামের আফফার উদ্দিনের একমাত্র ছেলে।
সে নিলফামারী থানার ডিএসবির সাব ইন্সপেক্টর। সে গত সোমবার আমবাড়ী এলাকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মঙ্গলবার একটি মামলার সাক্ষী দিয়ে নওগা রাজশাহী হতে ফুলবাড়ী অভিমুখে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। 
মৃত সুজন ফুলবাড়ী থানার খয়ের বাড়ি ইউনিয়নের লালপুর গ্রামের হাবিবুরের ছেলে। সে ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টিভ হিসেবে চাকরি করে সম্পর্কে তারা দুজনেই বন্ধু ছিলেন। বাসের যাত্রীদের থেকে জানা যায়,তারাও রাজশাহী অভিমুখে বিয়ের দ্বিতীয় দিন পরে মেয়ে পক্ষের বাড়িতে মেয়ে পক্ষের সাথে যাওয়ার পথে এ দুর্ঘটনার সম্মুখীন হয়।
দুর্ঘটনায় বাসের কোন যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আত্মীয়স্বজনদের মাঝ শোকের পরিবেশ সৃষ্টি হয়।
উক্ত দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও বাস বিরামপুর থানা হেফাজতে নেন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর পক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বিরামপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।
বিভাগ