Type Here to Get Search Results !

পীরগঞ্জ পৌরসভাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক পীরগঞ্জ পৌরসভা কে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করেন।
সোমবার পৌরসভার ৯টি ওয়ার্ডে যেসব শিশু ঝুঁকিপূর্ণ কাজ করত তাদের সনাক্ত করে ঝুঁকিপূর্ণ পেশা থেকে সরিয়ে আনার জন্যে স্থানীয় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কাজ করছে। 
ইএসডিও’র সিএলএমএস প্রকল্পের আওতায় পীরগঞ্জ পৌর শহরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত হওয়ার বিষয়টি পৌর মেয়র যাচাই বাছাই করে শতভাগ সত্যতা পেয়ে পৌরসভা কে শিশুশ্রম মুক্ত ঘোষণা করেন। এই ব্যাপারে ইএসডিও’র অবদান অনস্বীকার্য বলে সভায় দাবি করা হয়।
এ উপলক্ষ্যে পৌরসভা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, রাণীশংকৈল ডিগ্রী কলেজ সহকারি অধ্যাপক আব্দুস সবুর, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, দবিরুল ইসলাম, কামরুজ্জামান, আল হাসানা স্কুল পরিচালক ইত্তেসাম উল হক মিম, ইএসডিও প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল, রওশন আলী, উপজেলা ম্যানেজার অগ্নি শিখা, সাংবাদিক, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিভাগ