Type Here to Get Search Results !

ডিমলায় ভারতীয় সেনা সদস্যের লাশ উদ্ধার

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) থেকে : বুধবার ভারতের উত্তর সিকিমে চিস্তা নদীর চুংথাং বাধ ক্ষতিগ্রস্থ হয়ে নীলফামারীর ডিমলায় ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপড় দিয়ে প্রবাহিত হয়ে বন্যা দেখা দেয়। বৃহস্পতিবার সকালে তিস্তার পানি কমতে থাকে এবং বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। তিস্তার পানি কমতে থাকায় কিছু এলাকায় চড় জাগে।
বৃহস্পতিবার সকাল ৮:০০ টায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিস্তা নদী বেষ্টিত এলাকা কিসামত ছাতনাই চরে এলাকাবাসী একটি লাশ দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে। বাংলাদেশ (বিজিবি) পুলিশ ইন্ডিয়ান বিএসএফ ঘটনাস্থলে উপস্থিত হন। এবং ভারতীয় বিএসএফ দল চলমান বন্যায় ভেসে আসা ইন্ডিয়ান নিখোঁজ সেনা সদস্যের লাশ বলে শনাক্ত করেন।
পরে ইন্ডিয়া বিএসএফ এর কোম্পানী কমান্ডার শ্রী সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ও বাংলাদেশের ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পতাকা বৈঠকের মাধ্যমে ইন্ডিয়ান সেনা সদস্যের লাশ বিএসএফ এর হাতে হস্তান্তর করেন।