শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর এলাকায় সরকারি হাসপাতাল সংলগ্ন তিন ডায়াগনষ্টিক সেন্টারে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। পীরগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল রিফাত তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ওই এলাকার হিমালয়, এ্যাপোল-২ ও গেøাবাল ডায়াগনষ্টিক সেন্টার কর্তৃপক্ষকে ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল্লাহ আল রিফাত জরিমানা আদায় করেন।
ওই সময় পীরগঞ্জ সরকারি হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুর রহমান (সোহান) থানা পুলিশ, সংবাদকর্মী, হাসপাতালের অফিস সহকারী বকুল আলম ও অন্যান্যরা বিচারকে সার্বিক সহযোগীতা করেন।