পঞ্চগড় প্রতিনিধি:‘ ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’-এই প্রতিপাদ্য বিষয়ে আজ বুধবার পঞ্চগড়ে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়্জাউদ্দিনের সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এই দিবসের লক্ষ্য।
পঞ্চগড়ের প্রেক্ষাপটে পর্যটন অপার সম্ভাবনাময় খাত। এই সম্ভাবনাকে কাজে লাগাতে তেঁতুলিয়ার, মির্জাপুর শাহী মসজিদ, বারো আউলিয়ার মাজার, বদেশ^রী মন্দির, গোলকধাম মন্দির, ভিতরগড় দূর্গনগরীসহ জেলার সব পর্যটন স্থানকে পর্যটনবান্ধব এবং পরিবেশবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। তেঁতুলিয়ায় পর্যটন মোটেল হচ্ছে। পর্যটকদের আবাসন, পরিবহন এবং গুণগতমানের খাবার নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক হাসনুর রশীদ বাবু, জেলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সফিকুল আলম বক্তব্য দেন।
আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।