Type Here to Get Search Results !

পীরগঞ্জে বিনামূল্যে ভ্যান গাড়ি বিতরণ

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অসহায় ও কর্মহীন মানুষকে স্বাবলম্বি করার লক্ষ্যে বিনা মূল্যে ভ্যান গাড়ি বিতরণ করেন। 
ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় সোমবার পীরগঞ্জ উপজেলার ৭ জন ব্যক্তিকে ৭টি ভ্যান গাড়ি হস্তান্তর করা হয়। প্রতিটি ভ্যান গাড়ির মূল্য ৫৮ হাজার টাকা।
এছাড়া ৮ জন ব্যক্তিকে স্বাবলম্বি করা ও ভিক্ষা বৃত্তি বন্ধ করার লক্ষ্যে মুদি দোকান ঘর তৈরি করে মালামাল সরবরাহ করার জন্যে জন প্রতি ৫০ হাজার টাকা করে বরাদ্দ ধার্য করা হয়েছে। দ্রুত তাদের দোকান ঘর নির্মাণ করা ও মালামাল সরবরাহ করা হবে বলে উপজেলা পরিশোধ সূত্রে জানা গেছে।
বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সুবিধাভোগী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিভাগ