শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৌর শহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
শহরের রাস্তার দুই পার্শ্বে ফুটপাত উচ্ছেদ করার সময় অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার নজিব, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত ৫ প্রতিষ্ঠান কে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। ওই সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পুলিশ প্রশাসন ও স্থানীয় সংবাদকমীর্রা বিচারকদের সার্বিক সহযোগীতা করেন। দীর্ঘ দিন পর পৌর শহরে ফুটপাত অভিযান শুরু করায় জনমনে সস্তি ফিরে এসছে।