Type Here to Get Search Results !

বিরামপুরকে হারিয়ে ফাইনালে দিনাজপুর

 

ইব্রাহীম মিঞা (বিরামপুর) দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ওপেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় স্বাগতিক বিরামপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে ট্রাইব্রেকারে হারিয়ে দিনাজপুর স্পোর্টিং ব্রিজ একাদশ ফাইনালে।


শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিরামপুরে ওপেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন স্বাগতিক বিরামপুর খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশ বনাম দিনাজপুর স্পোটিং ব্রিজ একাদশ।এই উত্তেজনা ম্যাচটি উপভোগ করেন বিরামপুর পৌরসভার জননন্দিত মেয়র আক্কাস আলী এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবাসহ অসংখ্য ফুটবলপ্রেমী দর্শকবৃন্দ। খেলাটির ধারা বর্ণনায় ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার আসাদুজ্জামান আসাদ ও শামসুল আলম। খেলাটির দ্বিতীয়ার্ধের শুরুতে বিরামপুর খেলোয়াড় কল্যাণ সমিতি একটি পেনাল্টি পেয়ে মিস করায় শেষ পর্যন্ত ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে প্রথম শট করেন দিনাজপুর স্পোর্টিং ব্রিজ একাদশ। বিরামপুর খেলোয়াড় কল্যাণ সমিতি চার মারে দুই গোল দেন এবং দিনাজপুর স্পোর্টিং ব্রিজ পাঁচ মারে চার গোল দিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেন।


 

বিভাগ