আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : বন্ধ থাকার ৩ বছর পর আবারও চালু হলো চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রটি। বৃহস্পতিবার সকালে চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একটি কক্ষে তা চালু করা হয়। চালু হবার খবর পেয়ে এলাকার রোগীদের ভিড় লক্ষ্য করা যায়।
জানা গেছে- এক সময় ৮০ হাজার লোকের প্রাণকেন্দ্র ছিল এই চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রটি। পরবর্তীতে এটি ভেঙ্গে ফেলে এই জায়গায় চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নির্মাণ করা হয়।
দীর্ঘ ৩ বছর চিলাহাটি উপ-স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকায় গত ২৪ জুন দুপুরে চিলাহাটি চৌরাস্তায় চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের আয়োজনে মানববন্ধন করার পাশাপাশি এই সংগঠনটি জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপের পর অবশেষে আবারো চালু হল চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রটির কার্যক্রম।