Type Here to Get Search Results !

পঞ্চগেড় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

এ রায়হান চৌধূরী রকি,পঞ্চগড় প্রতিনিধি,চিলাহাটি ওয়েব: - পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ পঞ্চগড় চেক বিতরণ করা হয়েছে। 
বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়াস্থ বাসভবন চত্বরে আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে চেক বিতরণ করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. নাঈমুজ্জামান মুক্তা। এর আগে চলতি মাসে দরিদ্র অসহায় রোগীর চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ৫ লাখ পঞ্চাশ হাজার টাকার ১১ টি চেক রোগীদের হাতে তুলে দেয়া হয়। এর মধ্যে কয়েকজন দলীয় নেতাকর্মীও আছেন। মুক্তার সুপারিশে এসব অনুদানের চেক বরাদ্দ করা হয়। এ সময় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। তিনি পঞ্চগড়-১ আসনের তিনটি উপজেলা ও একটি পৌরসভায় প্রায় ৫০০ অসুস্থ অসহায় মানুষের জন্য ৩০ হাজার থেকে তিন লক্ষ টাকার পর্যন্ত আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আর আগামীতে নৌকা মার্কায় ভোট দিবেন।’ পঞ্চগড় সদর উপজেলার রাজারপাট ডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা বেগম (৬০) বলেন, ‘আমি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় বাসায় রয়েছি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারি নাই। এখন প্রধানমন্ত্রী আমার সুস্থতার জন্য যে টাকা দিয়েছে, তা দিয়ে চিকিৎসা করাব।’ তেঁতুলিয়ার তীননইহাটের জাহানারা বেগম (৬৫) বলেন, অনেক দিন ধরে অসুস্থ। এ টাকা দিয়ে আমরা চিকিৎসা করিয়ে সুস্থভাবে বাঁচার চেষ্টা করব।’ চেক পেয়ে হাসি মাখা মুখে এমন অনুভুতি সকলেই ব্যক্ত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আহসানুল হক লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুজ্জামান হাসানাত, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হাসানাত মো. হামিদুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও জনপ্রতিনিধিসহ গণমাধ্যমককর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ