ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মর্ডান ক্লিনিকের সামনে বদির দোকান হতে কৃ্ষ্ট চাঁদপুর (নামা পাড়ার)রফিকের বাড়ি পর্যন্ত ১৯০ মিটার আরসিসি ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন মেয়র আক্কাস আলী ।
বুধবার (২০সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মর্ডান ক্লিনিকের সামনে বদির দোকান হতে কৃষ্টচাদপুর (নামা পাড়া) গ্রামের রফিকের বাড়ি পর্যন্ত রংপুর রিজন সুপার ভিশন ইঞ্জিনিয়ার( LGCRRP) প্রকল্পের আওতায় ১৯০ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন মেয়র আক্কাস আলী।এসময় উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আঃছাত্তার,( LGCRRP) প্রকল্পের রংপুর অঞ্চল এর সুপার ভিশন কনসালটেন্ট হায়দার আজম,বিরামপুর পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফ্ফর রহমান,সাবেক কাউন্সিলর এবং বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাদক নির্মূল কমিটির সভাপতি ওবায়দুল মিনহাজ,বিরামপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, পৌরসভার সহকারী প্রকৌশলী আবু শোয়েব মোহাম্মদ সজল, উপসহকারী প্রকৌশলী বিপাশা রায়, কার্য-সহকারী মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আঃরাজ্জাক এরশাদুর রহমানসহ স্থানীয় অনেকে।