Type Here to Get Search Results !

পলাশবাড়ীতে তিনটি সড়কের পাকা করণ কাজের উদ্বোধন

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ থেকে:- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার তিনটি সড়কের পাকা করণ কাজের উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
২০ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী তিনি উপজেলার সড়ক গুলোর পৃথক পৃথক ভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় এলজিডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম,উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,পবনাপুর ইউপি শাহিনুর বেগম,পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ জহুরুল হক, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ ইউপি সদস্যগণ ও সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সকালে পলাশবাড়ী উপজেলার ড্রিমল্যান্ড থেকে দূর্গাপুরগামী ১.৫০ কিলো মিটার,দুপুরে উপজেলার সামাদের বাজার থেকে পূর্ব গোপীনাথপুর গামী ১ কিলো মিটার, বিকালে উপজেলার পবনাপুর ইউপি অফিস থেকে চরেরহাট গামী ১ কিলো মিটার রাস্তায় পৃথক পৃথক পাকাকরণ কাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি। পাকা করণ কাজের উদ্বোধন শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া পরিচালিত হয়।
বিভাগ