ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে নিজের খর ব্যবসা প্রতিষ্ঠানে গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিরামপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে মহাসড়ক সংলগ্ন চাঁদপুর মাদ্রাসা মার্কেটের পাশে ফরহাদ হোসেন(২৮)নামে এক যুবক তার ব্যবসা প্রতিষ্ঠানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
আত্মহত্যাকারী শিমুলতলী গড়েরপাড় গ্রামের আমিরুল ইসলাম এর ছেলে। স্থানীয়রা জানান,গত কয়েকদিন যাবত তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার তার কর্মস্থল কলেজ বাজার বটতলী খড় কাটার দোকান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ পোস্টমর্টেমের জন্য দিনাজপুর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানার এসআই নিঃ শাহিন শেখ।