Type Here to Get Search Results !

চিলাহাটিতে দোকানের ১০ লক্ষ টাকা চুরি

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির একটি দোকানে ১০ লক্ষ টাকা চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
 জানা গেছে- গতকাল শুক্রবার নামাজের সময় চিলাহাটি ফাজিল মাদ্রাসার সামনে আজাদ হার্ডওয়্যারের দোকানে তালা ভেঙে প্রায় ১০ লক্ষ টাকায় চুরি করে নিয়ে যায়।
আজাদ হার্ডওয়ারের মালিক আহসান রাব্বি আজাদ চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- সিসিটিভি ফুটেজ চেক করে জানা যাবে কে চুরি কি করলো। তবে এ ব্যাপারে তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন।