Type Here to Get Search Results !

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের মতবিনিময় সভা

মাহমুদ আহসান হাবিব চিলাহাটি ওয়েব,ঠাকুরগাঁও :ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেকস্/ইপারের সহযোগিতায় বুধবার দুপুরে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা অফিস চত্বরে এ সভাটি অনুষ্ঠিত হয়।সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেনপ্রেমদীপ প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার সুজন খান, সদর উপজেলা ম্যানেজারওয়ালিউর রহমান, সাংবাদিক জয়নাল আবেদীন বাবূল, নবিন হাসান, রেজওয়ানুল হকরিজু, আদিবাসী নেতা সিকম পাহান, মঙ্গল টুডু, হপন টুডু প্রমুখ।এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রকল্পেরবিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।সভায় সদর উপজেলার আদিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক অবস্থা এবং নাগরিকসম্পৃক্ততা উন্নত করা, স্থায়ীত্বশীর জীবিকায়নের মাধ্যমে অর্থনৈতিকঅবস্থার উন্নতকরণ ও ভূমি ও প্রাকৃতিক সম্পদে সমান প্রবেশাধিকারের বিষয়েআলোচনা করা হয়। আদিবাসীদের বিভিন্ন বিষয়ের উপরে সংবাদ প্রকশের জন্যসাংবাদিকদের আহবান জানানো হয়।

বিভাগ