Type Here to Get Search Results !

বিরামপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রণোদনার মাধ্যমে কৃষিকাজে উদ্বুদ্ধ করছে সরকার।এ লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বিরামপুর উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদসহ অনেকে। মাসকালাইয়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বিনামূল্যে এ সার-বীজ দেওয়ায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা কৃষক ও কৃষি বিভাগের। বিরামপুর পৌরসভাসহ ১ নং মুকুন্দপুর ইউনিয়ন,২ নং কাটলা ইউনিয়ন,৩ খাঁনপুর ইউনিয়ন এবং ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের ৪০ জন কৃষকের মাঝে এ প্রনোদনা দেওয়া হয়।প্রতি জন কৃষককে ৫ কেজি করে মাসকালাই বারি-৩ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বিভাগ