Type Here to Get Search Results !

পার্বতীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোচিং ফি বিতরণ

বিশেষ প্রতিনিধি,পার্বতীপুর, চিলাহাটি ওয়েব: লিলিয়ান ফন্ডস সিসিডি এর সহযোগীতায় স্থানীয় বে-সরকারী উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্কের (সিটিডাব্লিউ) আয়োজনে সংস্থাটির প্রশিক্ষণ কক্ষে বাস্তবায়নে সিটিডাব্লিউ-চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পে পার্বতীপুরে ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে 
গতকাল বৃহষ্পতিবার (২১ পেস্টেম্বর) পাঁচশত টাকা হারে কোচিং ফি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বেসরকারী উন্নয় সংস্থা কাম টু ওয়ার্কের (সিটিডাব্লিউ) এর মাইক্রোফিনান্স এর কো-অডিনেটর (সিপিও) মমতাজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক সরকার। 
 প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর সরকারী ডিগ্রী কলেজের শিক্ষার্থী নাজমুজ শাকিব, ফরহাদ হোসন। প্রধান অতিথি বলেন, সকল প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষার্থীরা প্রতিবন্ধী ভাতা না নিয়ে শিক্ষা উপবৃত্তি নিয়ে লেখা পড়ার পরামর্শ প্রদান করেন। এরকম অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করেন প্রধান অতিথি। পরে তিনি ৩০ জন শিক্ষার্থীদের হাতে কোচিং ফি বাবদ পাঁচশত টাকা তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কাম টু ওয়ার্কের (সিটিডাব্লিউ) নামক সংস্থাটির ফিজিও থেরাপিষ্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ। এময় উপস্থিত ছিলেন, প্রসাশনিক কর্মকর্তা (অর্থ) ও ফোকাল পারসন মোকাররম হোসেন মানিক প্রমুখ।
বিভাগ