শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা পুলিশ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে। ওই সময় থানা পুলিশ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
জানা গেছে শুক্রবার রাতে জে.ডি ফিলিং স্টেশনের পাশের্^ উপদইল গ্রামের সোয়াইন মোহাম্মদের পুত্র ফেরদৌস (২০), ভাকুড়া মাহাতপাড়া গ্রামের জয়নাল আবেদীনের পুত্র মেহেদী হাসান মুন্না (২০) ও জগথা হটাৎপাড়া এলাকার মৃত আনছারুলের পুত্র মোঃ রানা (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় ভারতীয় ফেন্সিডিল সহ বিভিন্ন ধরণের নেশা দ্রব্য বিক্রি করছিল।
খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুর লতিফ সেখ এর নের্তৃত্বে এসআই যথাক্রমে মুকুল চন্দ্র রায়, সাধন চন্দ্র রায়, রতন চন্দ্র রায় সহ সঙ্গীয় ফৌর্স ঘটনাস্থলে গিয়ে ফেন্সিডিল সহ ফেরদৌস ও মেহেদী হাসান মুন্নাকে গ্রেফতার করে। রানা ওই সময় পালিয়ে যায়। এব্যাপারে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।