বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার দুপুর দুই টায় শহরের পাবলিক উচ্চ বিদ্যালয় চত্বরে চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এসময় বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে দুইটি করে এক হাজার পিচ উন্নত মানের বিভিন্ন প্রজাতির আম ও মাল্টার চারা দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক প্রধান, গ্রাম বিকাশ কেন্দ্রের আঞ্চলিক ব্যবস্থাপক এসএম শাহাবুদ্দিন, এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম রেজা, সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা জাহিদুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য মাহফিজুল ইসলাম রিপন, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।