শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার চাপোড় এলাকায় মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট এর আওতাধীন মোবারক আলী চক্ষু হাসপাতালে বুধবার অপারেশন কার্যক্রম উদ্বোধন হয়েছে। ঠাকুরগাঁও সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ নূর নেওয়াজ আহমেদ এর উদ্বোধন করেন।
চক্ষু রোগীদের সাধারণ চিকিৎসা প্রদান শেষে বাছাইকৃত রোগীদের অপারেশন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, সাবেক এমপি জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, মোবারক আলী চক্ষু হাসপাতাল সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাধারন সম্পাদক ইমদাদুর রহমান, ডাঃ আব্দুল জব্বার, থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সেখ, ডায়বেটিস হাসপাতাল প্রতিষ্ঠাতা ফয়জুল ইসলাম, গোলাম রব্বানি, মোস্তাফিজুর রহমান, স্থানীয় গন্যমান্য সংবাদকর্মী, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।