শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা, বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর আলোচনা সভা এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি, ৭ মার্চ ভাষণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাদ যোহর জগথা এলাকায় মডেল মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন- সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সেখ, সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, কমরেড নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, সাংবাদিক মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি, সরকারি স্কুলের অভিজ্ঞ শিক্ষক নূর নবী চঞ্চল প্রমুখ।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা-কর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।