Type Here to Get Search Results !

পঞ্চগড়ের আটোয়ারীতে চা ও লাউ এর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

এ রায়হান চৌধূরী রকি,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে পূর্ব শত্রুতার জেরে ২০ শতক জমির চা-বাগান ও লাউ গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পাবনা হোমিও হলের মালিক মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ মিনারুল ইসলামের নিজস্ব ক্রয়কৃত জমিতে।
জানা যায়, রবিবার ভোরে বাগানে নিরানি দিতে গিয়ে মিনারুল দেখেন যে তার কয়েক বছরের চা বাগানে লাগানো লাউ গাছের খুটিসহ সব গাছ কেটে ফেলেছে। পরে তিনি স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তি এবং আটোয়ারী থানায় মৌখিক ভাবে অভিযোগ করেন। উল্লেখ্য যে, ২০০৫ সালে মিনারুল একই গ্রামের মোঃ আব্দুল কাদেরের কাছে ওই জমি ক্রয়সূত্রে ভোগ দখল করে আসছে। আর গত ১০ বছর ধরে সে ওই জমিতে চা-বাগান করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ১৮-ই জুলাই বাগান দেখতে গেলে দেখেন যে, কে বা কাহারা তার পুরো জমির প্রায় ২০ শতক জমির চা-বাগানে আগাছা নাশক কীটনাশক দিয়ে মেরে ফেলছে। পরে অজ্ঞাত নামে আটোয়ারী থানায় একটি জিডি দায়ের করেন। এতেও শান্ত হয়নি দুর্বৃত্তরা রবিবার ভোরে তার আবাদ করা লাউ গাছের খুটিসহ সব কেটে ফেলায় আটোয়ারী থানায় কয়েকজনের নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা জানান, আমি এই বিষয়ে কয়েকজনের নাম উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং কি আমি নিজেই ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করে এসেছি। আমরা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে আসব।
বিভাগ