Type Here to Get Search Results !

পীরগঞ্জে প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখতে জনতার ঢল

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দেশ বরেন্য নেত্রী, উন্নয়নের রূপকার, প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স দেখতে বুধবার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জনতার ঢল নেমেছে। ভূমি ও গৃহহীনদের ৪র্থ ধাপে মোট ২২ হাজার ১ শ ১ জন কে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম বুধবার প্রধান মন্ত্রী শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্স দেখার জন্যে বিশেষ ব্যবস্থা করেন। ওই সময় ভিডিও কনফারেন্স দেখতে প্রচুর দর্শক, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা, রাজ নৈতিক দলের নেতা কর্মী, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মী, জন প্রতিনিধি, সংবাদ কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ উপজেলায় মোট ১৮৫৬ জন ভূমিহীন ও গৃহহীনদের জন্যে সরকারি অর্থায়নে উন্নত মানের রঙিন পাঁকা বাড়ি নির্মাণ করা হয়েছে।
বিভাগ